নেটওয়ার্ক বন্ধ হচ্ছে সব নকল ক্লোন ও অনিবন্ধিত মোবাইলে Buying Illegal Counterfeit Clone Mobile Phone ১ আগস্ট থেকে নকল বা ক্লোন আইএমইআই সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তী ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এ অবস্থায় মোবাইল ফোন হ্যান্ডসেট কেনার আগে সেটটির আইএমইআই’র সঠিকতা যাচাই করে কেনা এবং বিক্রেতার কাছ থেকে ক্রয় রশিদ নেওয়ার অনুরোধ করেছে বিটিআরসি। এজন্য মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ তে পাঠাতে হবে। *০৬# ডায়াল করে হ্যান্ডসেটের আইএমইআই জানা যাবে। ১৫ ডিজিটের আইএমইআই নম্বরের মাধ্যমে জানা যাবে সেটটি আসল না নকল। বিটিআরসি জানায়, ইতোমধ্যে সম্মানিত গ্রাহক যে সব মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করছেন অর্থাৎ, যেগুলো ইতোমধ্যে নেটওয়ার্কে যুক্ত রয়েছে, সে সব সেট এনইআইআর চালু হলে সরাসরি ডাটাবেজে যুক্ত হবে। বিটিআরসির একজন কর্মকর্তা জানান, চালুর জন্য দ্রুতগতিতে কাজ চলছে। এই প্রযুক্তি চালু হলে নকল হ্যান্ডসেট কালোবাজারি রোধ করা সম্ভব হবে।
Thank you so much for watching this video. Please don't forget to thumbs up, give your feedback and share it with your friends and family.
mobile registration,handsets registered,imei,offical mobile,unofficial mobile,mobile registration in bangladesh,mobile handsets,realtech master,smartphone,new mobile,mobile imei code verification,mobile phone imei verify,phone emi checking,unlock phone by imei,imei check,how to,how to check imei code,mobile phone safety,imei check online,phone registration Disclaimer :- This Channel does not promote any illegal content, Does not encourage any kind of illegal activities. All contents provided by this channel is meant for EDUCATIONAL purpose only.
Buying Illegal Counterfeit Clone Mobile Phone | নেটওয়ার্ক বন্ধ হচ্ছে নকল ক্লোন ও অনিবন্ধিত মোবাইলে
Reviewed by Rj Hridoy
on
July 31, 2019
Rating:
No comments:
Post a Comment